বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দুই সেনাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার পর পাল্টা গুলিতে নিহত হয়েছেন হামলাকারী। স্থানীয় সময় শুক্রবার শহরের কেন্দ্র বোলভার্দ এমিল জ্যাকমঁতে এ হামলা চালানো হয়।
Advertisement
বিবিসির প্রতিবেদনে হামলাকারীর বয়স ৩০ বলে উল্লেখ করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে সেখাসে তার মৃত্যু হয়।
হামলাকারী যে দু্ই সেনাকে কুপিয়ে জখম করেছেন তাদের একজনের ক্ষত রয়েছে মুখে, অন্যজনের হাতে।
হামলার পরপরই ওই এলাকায় শক্ত অবস্থান নেয় পুলিশ ও সেনাসদ্যরা। গতবছরে সন্ত্রাসী হামলায় ৩০ জন নিহত হওয়ার পর থেকেই অবশ্য ব্রাসেলসের রাস্তায় সেনাদের টহল দিতে দেখা যায়।
Advertisement
বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, হামলাকারীর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য তাদের কাছে নেই, তবে হামলার সময় তিনি ‘আল্লাহু আকবর’ বলে বলে চিৎকার করেছিলেন।
শুক্রবারের এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেই মনে করছে প্রসিকিউটর অফিস।
এনএফ/এমএস
Advertisement