দেশজুড়ে

ছিটমহলের ঘরে ঘরে চলছে আনন্দ উল্লাস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন উপলক্ষে ছিটমহলগুলোতে চলছে আনন্দ উল্লাস। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লালমনিরহাট জেলার অভ্যন্তরে ৫৯টি ছিটমহলে দেখা যায় আনন্দ-উদযাপনের দৃশ্য।জেলার আদিতমারীর ভিতর কুটি, হাতীবান্ধার উত্তর গোতামারী, পাটগ্রাম উপজেলা, বাশঁকাটা, উফারমারা, লতাবাড়ী, ভোটবাড়ী এলাকার নারী-পুরুষ-শিশু বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে রাস্তায় নেমে এসে আনন্দ প্রকাশ করেছে।ঢাকায় আনুষ্ঠানিকভাবে চুক্তি সইয়ের ঘোষণার পরপরই আনন্দ মিছিল নিয়ে বেরিয়ে পড়ে উত্তর গোতামারী ছিটমহলের লোকজন। এসময় তারা নরেন্দ্র মোদি জিন্দাবাদ, শেখ হাসিনা জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে শ্লোগান দিতে থাকে।নাগরিকসুবিধা বঞ্চিত এসব ছিটমহলের মানুষ মর্যাদার সাথে জীবন-যাপনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। অবশেষে সীমান্ত বিল চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ায় এসব ছিটমহলে চলছে খুশির বন্যা। দীর্ঘদিন পর মর্যাদার সাথে বাঁচার স্বপ্নে বিভোর ছিটমহলের এই মানুষেরা। উভয় দেশের সরকার স্থল-সীমান্ত চুক্তি অনুমোদন করে চুক্তি করায় ছিটমহলবাসীরা এখন দ্রুত তার বাস্তবায়ন চায়।হাতীবান্ধার উত্তর গোতামারী ছিটমহলের সহির উদ্দিন জাগো নিউজকে জানান, ৬৮ বছর পর আল্লাহ এ্যালানী (এখন) আমাদের দিকে চেয়ে দেখছে। হামরা (আমরা) এখন বাংলাদেশের নাগরিক। হাসিনা ও মোদি সরকারকে ধন্যবাদ।রবিউল হাসান/এসএস/আরআইপি /এসআরজে

Advertisement