খেলাধুলা

‘বাংলাদেশ শুধু অসিদের স্পিন নিয়েই ভাবছে না’

সময়ের হিসেবে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট। দুদল আজ শেষ সময়ের প্রস্তুতিপর্ব সারছে। আর নিজেদের প্রস্তুতি সম্পর্কে জানাতে আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল খান। জানালেন, বাংলাদেশ দল শুধু অস্ট্রেলিয়ার স্পিন নিয়েই ভাবছে না। পেস নিয়েও কাজ করছে।

Advertisement

ইংল্যান্ড সিরিজে পেসাররাও উইকেট পেয়েছেন উল্লেখ করে তামিম বলেন, ‘আমার মনে হয়, স্পিন নিয়ে আমরা বেশ কথা বলছি। আমরাও বলছি, ওরাও বলছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে আপনারা যদি স্কোরকার্ড দেখেন, ওদের পেস বোলাররাও উইকেট নিয়েছে। সত্যি কথা বলতে কি, আমরা যে শুধু স্পিন নিয়ে চিন্তা করছি, তা নয়।’

পেস ও স্পিন নিয়ে দুই ধরনের বলের জন্য প্রস্তুতির কথা জানাতে গিয়ে তামিমের ভাষ্য, ‘আমরা সর্বোপরি অস্ট্রেলিয়া টিমের সঙ্গে খেলছি। ওরা খুবই পেশাদার একটি দল। ওদেরকে হ্যান্ডেল করতে হলে ওদের পেস বোলিং বলেন আর ওদের স্পিন বোলিং বলেন; দুটোই ভালোভাবে সামলাতে হবে।’

নিজেদের প্রস্তুতি নিয়ে দেশসেরা ওপেনার বলেন, ‘আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি। এটা ঠিক বলব না যে, আমরা শুধু স্পিন নিয়েই চিন্তা করছি। ওদের পেস বোলারসহ সব কিছুর জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমাদের যদি ভালো খেলতে হয় এবং রান করতে হয়, তাহলে আমাদের ওদের সব বোলিংয়ের বিপক্ষেই রান করতে হবে।’

Advertisement

দলকে এগিয়ে রাখতে সাকিব, মিরাজ ও মোস্তাফিজকে বড় ভূমিকা পালন করতে হবে বলেও মনে করেন তামিম, ‘এই টেস্টে আমাদের এগিয়ে থাকতে হলে মোস্তাফিজ, মিরাজ ও সাকিবকে ভালো বল করতে হবে। এরাই আমাদের প্রধান বোলার। ওরা যদি ভালো করতে পারে তাহলেই আমাদের ভালো সুযোগ থাকবে।’

এমএএন/এনইউ/পিআর