আন্তর্জাতিক

রোমে অাসার হুমকি দিয়েছে আইএস

সম্প্রতি প্রোপাগান্ডামূলক এক ভিডিও ছেড়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ওই ভিডিওতে আইএস জঙ্গিরা যিশু খ্রিস্টের মূর্তি ভাঙার পাশাপাশি পোপ ফ্রান্সিসের ছবি ছিঁড়ে ফেলেন। এছাড়া তারা রোমে আসারও হুমকি দেন।

Advertisement

ধারণা করা হচ্ছে ফিলিপাইনে ওই ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। সেখানে মারাবি শহর দখলের জন্য সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।

বর্তমানে জঙ্গিদের প্রোপাগান্ডামূলক ভিডিওতে খ্রিস্ট ধর্ম এবং ইসলামের মধ্যে স্পষ্ট ভাবে দ্বৈরথ দেখানো হচ্ছে।

আইএস জঙ্গিদের একজন সদস্য আবু জিন্দাল ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে ইংরেজি ভাষায় বলতে থাকেন, ‘মনে রাখা দরকার, কাফেরের দল (অমুসলিমদের জন্য অত্যন্ত আক্রমণাত্মক শব্দ ) আমরা অবশ্যই রোমে অাসব, আমরা অবশ্যই রোমে ঢুকে পড়ব, ইনশাল্লাহ।’

Advertisement

সূত্র : ডেইলি মেইল

কেএ/আইআই