খেলাধুলা

‘স্পিনারদের বড় মঞ্চ হবে এই টেস্ট সিরিজ’

বাংলাদেশে অনুষ্ঠিত টেস্ট সিরিজটিকে স্পিনারদের জন্য বড় মঞ্চ বলে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ান ডানহাতি অফস্পিনার ন্যাথান লিয়ন। আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে অজি স্পিনার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Advertisement

স্পিন নিয়ে তিনি বলেন, ‘স্পিনারদের জন্য এই টেস্ট একটি বড় মঞ্চ। তবে পেসারদেরও ভালো করার সম্ভবনা রয়েছে। তাদের ভালো দুইটি দিন দরকার। কারণ শ্রীলংকা ও ভারতে তারা (পেসার) ভালো করছেন।’

টেস্টে ২০ উইকেট নেয়ার ক্ষমতা অজি বোলারদের আছে বলেও মনে করেন এই স্পিনার। পাশাপাশি তিনি দলগত গেম প্ল্যান নিয়ে কাজ করার কথাও বলেন, ‘২০ উইকেট নেয়ার মত সক্ষমতা আমাদের বোলারদের আছে। দু'টি টেস্ট জেতার জন্যই আমরা গেম প্ল্যান করেছি এবং সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছে। আমার দল বিশ্বাস করে দলগত ভালো করলে জয় আসবেই। সবাই ভালো করার ব্যাপারে বেশ প্রত্যয়ী। আমি ব্যক্তিগতভাবে দল নিয়ে খুশি।’

এ সময় সাকিবের ‘২-০' তে জয়ের মন্তব্যের বিপরীতে বলেন, ' সাকিবের করা মন্তব্য, একান্তই ব্যক্তিগত। প্রত্যেকেরই নিজস্ব মন্তব্য থাকে। আর আমরা কোন চাপে নেই, তবে চাপ তৈরি করতে চাই।’

Advertisement

উইকেট নিয়ে এই অস্ট্রেলিয়ান বলেন, ‘মনে হয়েছে এটি স্পিন সহায়ক উইকেট। আমাদের দু'দলের জন্য সমান সুযোগ থাকছে। আমরা খুব আত্মবিশ্বাসী যে, আমাদের দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করতে পারবো।’

'স্ট্যাম্প টু স্ট্যাম্প' বল করেই আসল কাজটি করতে চান লিয়ন। তিনি বলেন, ‘ডানহাতি বা বাঁ-হাতি কোন বিষয় না। আমার দায়িত্ব যেটা, সেটা পালন করা। বেশি করে ‘স্ট্যাম্প টু স্ট্যাম্প’ বল করা।’

এমএএন/এমআর/এমএস

Advertisement