তথ্যপ্রযুক্তি

স্যামসাং প্রধানের ৫ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং প্রধান লি জে ইয়ংকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দুর্নীতির দায়ে শুক্রবার তার বিরুদ্ধে এ সাজা ঘোষণা করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।

Advertisement

৪৯ বছর বয়সী লি বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ আনা হয়। যা গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। শুনানি শেষে আজ (শুক্রবার) এ রায় ঘোষণা করা হলো।

এর আগে তদন্তের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়।

লি জে ইয়ংকের আইনজীবী ইতোমধ্যেই বলেছেন, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

Advertisement

আরএস/এমএস