খেলাধুলা

‘সাকিব-মুশফিক-তামিমকেই দায়িত্ব নিতে হবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী শাহরিয়ার নাফীস। আর এই জয় পেতে মূল দায়িত্ব দিলেন তিনি সিনিয়র ক্রিকেটার সাকিব, তামিম ও মুশফিকের উপরে। জাগো নিউজের সঙ্গে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে একান্তে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Advertisement

নাফীস মনে করেন, তিন সিনিয়রকে প্রধান দায়িত্ব নিতে হবে, তবেই ভালো ফলাফল পাওয়া যাবে। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথমত আমি মনে করি অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরজে সিনিয়র তিন ব্যাটসম্যান সাকিব, তামিম, মুশফিককে বড় রোল প্লে করতে হবে। তাদের ভালো পারফরম্যান্স হলে টেস্ট ম্যচে আমাদের খুব ভাল সুযোগ তৈরি হবে।’

পাশাপাশি এই ওপেনার আরও বিশ্বাস করেন বাংলাদেশের বোলারদের দুই টেস্ট মিলে ৪০ উইকেট নেয়ার ক্ষমতাও তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমরা সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছি,শ্রীলঙ্কার সঙ্গেও জিতেছি। আমরা নিয়মিত এখন টেস্ট ম্যাচ জিতছি। ম্যাচে যদি ২০ উইকেট না নিতে পারতাম, তাহলে টেস্ট ম্যাচ জেতাটা কঠিন হয়ে যেত। তাই আমি মনে করি, বাংলাদেশের বোলিং অ্যাটাকের এখন সেই সক্ষমতা আছে। তারা এই সিরিজেও ২০-২০ ৪০ উইকেট নিতে পারবে।’

সিরিজে বাংলাদেশ টিমকে অনেকটাই এগিয়ে রেখেছেন ২০১৩ সাল থেকে দলের বাইরে থাকা এই হার্ড হিটার ওপেনার। তিনি মনে করেন, ‘দেখুন আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ বছর আগে টেস্ট খেলেছিলাম। এ সময়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমি মনে করি, ১১ বছর আগে অস্ট্রেলিয়ার যে টিমের সঙ্গে বাংলাদেশ খেলছিল, সেই টিমের তুলনায় এবারের অস্ট্রেলিয়া দল তুলনামূলকভাবে তরুণ এবং দুর্বল। পাশাপাশি দল হিসাবে বাংলাদেশ ১১ বছর আগে যে রকম খেলেছিল, তার চেয়ে এখন দলগত ভাবে অনেক ভালো ক্রিকেট খেলে। ওভার অল বাংলাদেশ টিম কিছুটা হলেও এগিয়ে থাকবে।’

Advertisement

তবে শেষ পর্যন্ত ফল যদি হয় ২-০ তে জয় তবে শাহরিয়ার নাফীস অবাক হবেন না। কারণ তিনি মনে করেন বাংলাদেশের বর্তমান ফর্ম ও কন্ডিশন হিসেব করলে টাইগাররা দুই টেস্ট জিতলেও অবাক হবার কিছু নেই।

এমএএন/এমআর/এমএস