দেশজুড়ে

বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর পার্ক চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ যোগদানের ঘোষণা দেন বিএনপি-জামায়াত থেকে সদ্য যোগদান করা নেতা-কর্মী-সমর্থকরা।সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াত থেকে যোগদানকারীদের পক্ষ্যে লিখিত বক্তব্য পাঠ করেন, সদ্য আওয়ামী লীগে যোগদান করা পাঁচবিবি উপজেলা জামায়াতের মসলিশে সূরা’র কর্ম পরিষদ সদস্য আব্দুস সালাম।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, পাঁচবিবি পৌর মেয়র ও পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ আল মাহবুব চন্দন, আবু বকর সিদ্দিক, রেজাউল করিম প্রমুখ। সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াত থেকে আওয়ামী লীগে যোগদান করা প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।তবে সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু বলেন, আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি ও জামায়াত থেকে যেসব নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের ঘোষণা করলেন তাদেরকে এখনই দলে ভর্তি করা হচ্ছে না।আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বিবেচনাসহ বিষয়টি আওয়ামী লীগে উত্থাপন করা হবে। অনুমোদন প্রাপ্তির পরই কেবল তারা আওয়ামী লীগের কর্মী হতে পারবেন।এসএস/আরআই

Advertisement