জাতীয়

ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনতে হবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমগ্র বিশ্বের উন্নয়ন পরিকল্পনায় ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে এনে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকে টেকসই রূপদান করতে হবে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন কমপ্লেক্স মিলনায়তনে ১ম জাতীয় চর সম্মেলন, ২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। স্পিকার বলেন, সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। প্রবৃদ্ধির সুফল দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে। তিনি আরো বলেন, আমরা চাই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা যার থেকে কোন বিশেষ শ্রেণি বা অঞ্চল বাদ না পড়ে। সকলকে সমন্বিত ও যৌথভাবে বিশেষ প্রয়োজন ও সমস্যার প্রেক্ষিতে চরাঞ্চলবাসীর সমস্যা নির্দিষ্ট করে সরকারের কাছে তুলে ধরতে হবে।  তিনি বলেন, সকল অঞ্চলে সম-উন্নয়ন সৃষ্টির পরিকল্পনা সরকারের রয়েছে। তারপরেও বিশেষ বিশেষ ক্ষেত্রে সমস্যা চিহ্ণিত করে সেগুলি দূর করার পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এর থেকে অর্জিত সুফল চরাঞ্চলবাসীর কাছে পৌঁছে দিতে হবে। এ সমস্যাগুলির সমাধানকে টেকসই রূপদান করার জন্য সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগুলি অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আরো বলেন, চরাঞ্চলবাসীর উন্নয়নকে টেকসই রূপদানের জন্য সকল সংসদ সদস্যকে একযোগে কাজ করতে হবে। সুষম উন্নয়ন পরিকল্পনায় চর অঞ্চলের বিশেষ বিশেষ প্রয়োজনকে অন্তর্ভুক্ত করে চরাঞ্চলের সামগ্রিক উন্নয়নকে নিশ্চিত করতে হবে। ১ম জাতীয় চর সম্মেলনের চেয়ারপারসন খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে ও ১ম জাতীয় চর সম্মেলনের সদস্য সচিব ও কো-অর্ডিনেট আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ১ম জাতীয় চর সম্মেলনের ভাইস চেয়ারপারসন এ কে এম মুসা, শিশির শীল, অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড এর হেড অব ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাউন্সিলর প্রিয়া পাওয়েল বক্তব্য রাখেন। এইচএস/এসএইচএস/আরআইপি

Advertisement