জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে যৌথভাবে কাজ করতে চায় জাতিসংঘের সংস্থাগুলো

রোহিঙ্গা ইস্যুতে সমন্বিতভাবে কাজ করতে চায় বাংলাদেশে অবস্থান করা জাতিসংঘের বেশ কিছু সংস্থা। বৃহস্পতিবার কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক টাস্কফোর্সের সভায় সরকারকে এ বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Advertisement

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ইউনিসেফ, ইউএনএফপিএ এবং ডব্লিউএফপি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে পৃথকভাবে কাজ করে থাকে।

এ বিষয়ে ইউএনএইচসিআরের একজন কর্মকর্তা জানান রোহিঙ্গা জনগোষ্ঠীদের সহায়তার জন্য জাতিসংঘের স্থানীয় সংস্থাগুলো প্রথমবারের মতো একটি যৌথ প্রকল্প নিতে যাচ্ছে। সম্মিলিতভাবে প্রথবারের এ ধরনের প্রকল্প নেয়া হচ্ছে। সবচেয়ে অরক্ষিত রোহিঙ্গাদের জন্যই প্রকল্পটি নেয়া হয়েছে। তাদেরকে শিক্ষা, প্রশিক্ষণ, জীবিকা নির্বাহের মতো বিষয়গুলোতে দক্ষ করাই এর লক্ষ্য। যার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানের দিকে যেতে পারে।

জানা যায়, রোহিঙ্গারা শরণার্থী হওয়ায় ইউএনএইচসিআরই এ বিষয়ে মূল সংস্থা হয়ে কাজ করতে চায়। তবে সম্প্রতি সরকার এ দায়িত্ব আইওএমকে দিয়েছে বলে শোনা যাচ্ছিল। কারণ শেষমেষ জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো আলোচনার মাধ্যমে একত্রে বিষয়গুলোতে ঐক্যমতে এসেছে। তারা সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের ক্যাম্পে হামলার পরে রাখাইন রাজ্যে দেশটির আইন-শৃঙ্ক্ষলা বাহিনী নির্যাতন শুরু করে। এরপর থেকেই হাজার হাজার রোহিঙ্গা দেশটি থেকে পালিয়ে আসে। এর আগে থেকেও লাখ লাখ রোহিঙ্গা এদেশে আশ্রয় নিয়েছিল।

জেপি/বিএ