তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে হবে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধ প্রয়াস চালানো প্রয়োজন। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যে বাড়তি খরচ হয়, সার্বিক বিবেচনায় তা খুবই সামান্য।

Advertisement

প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে ‘ফিসক্যাল অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভারতের হিল অ্যান্ড অ্যাসোসিয়েটের পরিচালক অং লক ইউ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সাইবার নিরাপত্তা কী, কেন প্রয়োজন, সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি ও প্রতিকার এবং কেস স্টাডি নিয়ে আলোচনা করেন।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস।

Advertisement

এমইউএইচ/এমআরএম/আইআই