খেলাধুলা

খুব বেশি আফসোস নেই সাকিবের

ক্যারিয়ার শুরু করার পর ১০টি বছর কাটিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। অথচ এখনও তার নামের পাশে ৫০টি টেস্ট লেখা নেই। ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে নাম উঠলেই ৫০তম টেস্ট লেখা হবে সাকিবের পরিসংখ্যান খাতায়। মাত্র ৫০টি টেস্ট খেলতে ১০ বছরেরও বেশি সময় লেগেছে- কোনো আফসোস নেই?

Advertisement

সাকিব আল হাসান মনে করেন, তার জীবনে খেলা নিয়ে খুব বেশি আফসোস নেই। যা পেয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট। বেশি খেলতে পারলে তার ভালো লাগত। খেলতে পারেননি বলে আফসোসও কম।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলন এসে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন সাকিব।

নিজের প্রাপ্তি-অপ্রাপ্তির কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘লাইফে খুব বেশি আফসোস নাই। ওদিক চিন্তা করলে- যা হয়েছে, তাতেই আলহামদুলিল্লাহ। বেশি খেলতে পারলে ভালো লাগতো। খেলতে পারি নাই বলে আফসোসও নাই। যতোগুলো ম্যাচ খেলেছি, তাতে কতটা পারফর্ম করেছি, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। সামনে দুটি ম্যাচ। চেষ্টা করবো ভালো কিছু করতে। এ বছর আমাদের দলের অনেকেই খুব ভালো করেছে। আশা করি এই সিরিজেও ভালো কিছু হবে।’

Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০তম টেস্ট খেলতে নামছেন সাকিব। দীর্ঘ সময়ের পার্থক্য এবং এর মধ্যে নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে সাকিব আল হাসান বলেন, ‘প্রথম টেস্ট খেলার সময় চিন্তা ছিল না যে কতটা খেলবো, কতদিন খেলবো। সে সময় একটা মজা ছিলো। সেটা যে এখনও নেই, তেমন না; কিন্তু এখন পরিবেশ অন্য রকম, দায়িত্ব; সব কিছুই আলাদা।’

সাকিবের ক্যারিয়ারের গত ৪৯ টেস্টের স্মরনীয় টেস্ট ম্যাচ ও ইনিংস কোনটি? জানতে চাইলে তিনি বলেন, ‘স্মরণীয় টেস্ট ইংল্যান্ডেরটা (২০১৬ সালে)। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৯২ করেছিলাম, সেটা মনে পড়ছে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭, বড় অর্জন ছিলো। বোলিংয়ের দিক থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে।’

১০ বছর ক্রিকেট খেলার পর অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলাটাকে বেশ রোমাঞ্চকর মনে করছেন সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা একটা রোমাঞ্চকর ব্যাপার। ওদের সঙ্গে নানা সময়ে ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলেছি। টেস্ট এই প্রথম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের সঙ্গে একটা ম্যাচ খেলার সুযোগ হয়েছে। একটা রোমাঞ্চকর ব্যাপার। অসট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টকে আলাদা মূল্যায়ন করে। যেটা অন্যরা করে না। এ রকম একটা দেশের সঙ্গে টেস্ট খেলা রোমাঞ্চকর।’

এমএএন/আইএইচএস/আইআই

Advertisement