আইন-আদালত

নিবন্ধন সনদধারী ৩৬৫ জনের নিয়োগে হাইকোর্টের রুল

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৫ জন পরীক্ষার্থীর মেধাক্রম প্রণয়ন ও মেধার ভিত্তিতে তাদের নিয়োগ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

Advertisement

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, এনটিআরসিএ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এর আগে ২৩ আগস্ট শিক্ষক নিবন্ধন সনদধারী ঝিনাইদহ জেলার মো. জাহাঙ্গীর আলম ও পলাশ ফরাজীসহ ১৯৬ জন ও সাতক্ষীরা জেলার শাহিনুর আলমসহ ১৬৯ জন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন।

এফএইচ/ওআর/জেআইএম

Advertisement