আইন-আদালত

‘মিসকোট করবেন না, বিভ্রান্তি সৃষ্টি হয়’

 

আদালতে মামলার শুনানিকালে বিচারক ও আইনজীবীর মধ্যে প্রশ্নের সময় বিচারপতিদের ‘মিসকোট’ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা।

Advertisement

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক আইনজীবীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দে্শ্যে বলেন, আপনাদের কাছে আমার একটি আবেদন। আমি প্রকৃতপক্ষে কোনো ‘ইয়ে’ করি না। আপনারা আমাকে অনেক ‘ইয়ে’ করছেন। কিন্তু একটুও মিসকোট করবেন না।

তিনি বলেন, আমার বক্তব্য নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমি কোর্টে যা বলি কিছু ‘ডিস্ট্রোটেড ইয়ে’ করা হয়। এতে আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এমন অবস্থায় আমাকে যাতে না পড়তে হয়, সেই বিষয়ে খেয়াল রাখবেন।

‘আমার পক্ষে প্রেস কনফারেন্স করে কোনো কিছু বলা সম্ভব নয়। তবে বিচারক হিসেবে কোনো মামলার শুনানির সময় আইনজীবীকে প্রশ্ন করতেই পারি। এটি আমার স্বাধীনতা। প্রশ্নটি কী কারণে এবং কোন উদ্দেশ্যে করা, সেটি না বুঝে এটি (উদ্ধৃতি) করায় অনেক সময় ভুলভ্রান্তি হয়। এটি একটু খেয়াল রাখবেন’- যোগ করেন প্রধান বিচারপতি।

Advertisement

এফএইচ/জেডএ/এমএআর/জেআইএম/আইআই