সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ১১টা ২৫ মিনিটে দু’হাত বাড়িয়ে বাহারি রঙের ফুলে সাজানো পুষ্পস্তবক স্মৃতিসৌধের শহীদ বেদিতে অর্পণ করেন মোদি। এরপর নীরবে দাঁড়িয়ে থেকে বিনম্র শ্রদ্ধা জানান। সঙ্গে বেজে ওঠে বিউগলের করুন সুর।সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছে সফরসঙ্গীদের নিয়ে প্রথমেই তিনি চলে যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে তিনি পৌঁছান ১১টা ১৫ মিনিটে। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন মোদি। এরপর গণকবর পরিদর্শন শেষে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে একটি উদয় পদ্ম (চাপা ফুল, ইংরেজি নাম ম্যাগনোলিয়া) রোপণ করেন মোদি। বেলা ১১টা ৪০ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন মোদি।ছবিতে দেখুন বীর শহীদদের যেভাবে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি... বিএ
Advertisement