গরমে অতিষ্ঠ ঢাকাসহ সারাদেশের মানুষের জীবন। বৃষ্টি না হওয়ায় প্রায় প্রতিদিনই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গরমের তীব্রতা গ্রামের চেয়ে শহরে বেশি। আবহওয়া অধিদফতর সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলার ওপর দিয়ে এখন মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। শিগগিরই বৃষ্টির কোনো সম্ভবনা নেই।আবহাওয়াবিদরা জানান, বছরের এ সময়ে তাপমাত্রা সাধারণত ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে। বর্ষা দোরগোড়ায় হলেও মৌসুমি বায়ু দেশের উপকূল পর্যন্ত না আসায় বৃষ্টি শুরু হতে দেরি হচ্ছে। এ কারণে গরমের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। আশা করা হচ্ছে, দু-একদিনের মধ্যে ইয়াঙ্গুন থেকে মৌসুমি বায়ু বাংলাদেশ উপকূলে বিস্তৃত হলে বৃষ্টি হতে পারে। আবহওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে ঢাকাসহ দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এখন যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আগামী দু-তিনদিন ধরে চলবে। ঢাকায় গত বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে যশোর, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজশাহী অঞ্চলে গরমের তীব্রতা বেশি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি আর সাতক্ষীরা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গরমের কারণে ঘরের বাইরে বের হওয়া মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। তবে গরমে ডাব ও শরবত বিক্রি বেশ ভাল। চিকিৎসকরা জানিয়েছেন, বছরের এ সময়ে গরমের তীব্রতা বেশি থাকায় মানুষ বাইরের পানীয় ও খাবার পান করে অসুস্থ হয়ে পড়েন। এ জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।এআরএস/এমএস
Advertisement