খেলাধুলা

মেয়েদের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

চার বছর পর আজ (শনিবার) পর্দা উঠছে ফিফা উইমেন্স ফুটবল বিশ্বকাপের। কানাডা আয়োজিত মেয়েদের ফুটবলে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতার প্রথম দিন স্বাগতিকদের বিপক্ষে খেলবে চীন। গ্রুপ `এ`র অন্য ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস।এক মাসের এই আয়োজনে চার দল করে ভাগ হয়ে ছয় গ্রুপে অংশ নিচ্ছে ২৪টি দেশ। পুরুষদের বিশ্বকাপের মতোই গ্রুপ পর্বের পরে টুর্নামেন্ট এগোবে নকআউট পদ্ধতিতে। অংশগ্রহণকারী ছয় মহাদেশের মধ্যে এশিয়া থেকে আছে চার দেশ। এর মধ্যে চীন ছাড়াও আছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান। অন্য দুই দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড।১৯৯১ থেকে শুরু হওয়া উইমেন্স বিশ্বকাপের এবারের ফেভারিট ধরা হচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানিকে। দুটি দেশই দু`বার করে শিরোপা জিতেছে। অন্য দু`বারের চ্যাম্পিয়ন জাপান এবং নরওয়ে। ৫ জুলাই ভ্যানকুবারে ফাইনালের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।এএইচ/এমএস

Advertisement