আইন-আদালত

চট্টগ্রাম সিটির ভাঙা সড়ক মেরামতে হাইকোর্টের রুল

চট্টগ্রাম মহানগরের ভাঙা সড়ক ও ফুটপাত মেরামতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, যোগাযোগ সচিব, গণপূর্ত সচিব, চট্টগ্রাম সিটি মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসক, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

বুধবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিট আবেদনকারী আইনজীবী মো. এমদাদুল হক নিজেই।

আইনজীবী এমদাদুল হক বলেন, অতি বৃষ্টির পর চট্টগ্রাম সিটির সব সড়কে খানাখন্দকে ভেঙে গেছে। ফুটপাতেরও একই অবস্থা। সম্প্রতি সড়কের খাদে পড়ে একটি লরি সিএনজি’র ওপর পড়ে তিনজন মারা যায়। এরপরও সড়ক ঠিক করা হচ্ছে না। এ জন্য হাইকোর্টে রিট আবেদন করেছি। আদালত দুই সপ্তাহের রুল জারি করেছেন।

এফএইচ/জেএইচ/জেআই্এম

Advertisement