খেলাধুলা

লিওনকে হুমকি মানছেন তামিম

অস্ট্রেলিয়া দলের স্পিন অ্যাটাকে অন্যতম নির্ভরযোগ্য অস্ত্রটির নাম নাথান লিওন। সেই লিওন যদি জ্বলে ওঠেন তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সেটা বড় হুমকি হবে বলেই মনে করছেন ওপেনার তামিম ইকবাল খান।

Advertisement

আজ (বুধবার) রাজধানীর একটি হোটেলে ‘হাউজুয়ে মোটরসাইকেলে’র শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তামিম অসি স্পিনার লিওনের প্রসংশা করে বলেন, ‘অবশ্যই সে (লিওন) একজন ভাল মানের স্পিনার। তাকে আমাদের লেফটি বলেন, রাইটি বলেন- সব ব্যাটসম্যানকেই ভালভাবে সামলে নিতে হবে। আমরা জানি, যদি উইকেটে ভাল স্পিন ধরে তাহলে তিনি বড় ধরনের হুমকি হবেন আমাদের জন্য।’

এ সময় তামিম এ ধরনের বোলারের বল মোকাবেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করার কথাও জানান। তিনি বলেন, ‘এই জিনিসটার (লিওনের বল) জন্য আমরা আসলে প্রস্তুত হচ্ছি। অনেকদিন ধরেই এ নিয়ে কাজ করছি। ঠিক ওরা যেভাবে আমাদের জন্য প্রস্তুত হচ্ছিলো। কাজেই যেটা আমি বারবার বলেছি, সবকিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর নিজেদেরকে সঠিকভাবে মাঠে উপস্থাপন করতে হবে।’

Advertisement

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে স্পিন দিয়েই জয় পেয়েছিল বাংলাদেশ। তবে তামিম মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু স্পিন সহায়ক উইকেট তৈরি করলেই ম্যাচ জেতা সম্ভব নয়। এ জন্য তুলনামূলক ভালো খেলতে হবে।

তামিম বলেন, ‘আমাদের হোম কন্ডিশনে স্পিন উইকেট হয়, ওদেরও ভাল মানের স্পিনার আছে। নাথান লিওন একজন। সে বেশ ভাল একজন স্পিনার। আমি যেটা বলেছি, আমাদের সবকিছুর জন্য রেডি থাকতে হবে। একটা স্পিন উইকেট বানিয়ে দিয়ে যে আমরা জিতে যাবো- বিষয়টা এমন কিন্তু নয়। ওই স্পিন উইকেটে যেমন ওদের জন্য রান করা কষ্ট হবে, তেমনি আমাদের জন্যও কষ্ট হবে। ওই পাঁচদিনে যারা ভালভাবে নিজেদের উপস্থাপন করতে পারবে, তাদেরই যেতার সম্ভবনা বেশি।’

তামিম ইকবাল মনে করেন, জয়ের জন্য প্রতিদিন তিন সেশনেই ভাল করতে হবে তাদের। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের হোম কন্ডিশনে খেলতে হবে। এখানে বল সুইং করবে। আর যদি উইকেটে স্পিনারদের জন্য সাপোর্ট থাকে, তাহলে অবশ্যই তাদের ভাল বল করা লাগবে। ব্যাটসম্যানদের রান করতে হবে। শুধু এ দু’টাই নয়, সাথে পেস বোলারদেরও ভাল করতে হবে। অথ্যাৎ সবকিছুই এক সঙ্গে ভালো হতে হবে। তাহলেই কেবল ভালো করা সম্ভব।’

এর আগে হাউজুয়ে মোটরসাইকেলের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল।

Advertisement

এমএএন/আইএইচএস/এমএস