অর্থনীতি

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয়ই কমেছে।

Advertisement

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ৬ পয়েন্ট। আর লেনদেন কমেছে ১০১ কোটি ৬১ লাখ টাকা। অপর বাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স কমেছে ১৬ পয়েন্ট এবং লেনদেন কমেছে ৪ কোটি ৩৮ লাখ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্সর ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ১৫ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে যায়।

এরপর নিম্নমুখী হতে থাকে সূচক। একপর্যায়ে বেলা ১১টা ৫৫ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে যায়। তবে এরপর আবার ঊর্ধ্বমুখী হতে থাকে সূচক। টানা উর্ধ্বমুখিতার কারণে দুপুর ১২টা ৫২ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে যায়।

Advertisement

এরপর আবার নিম্নমুখী হতে থাকে সূচক। যা দিনের শেষ পর্যন্ত অব্যহত থাকে। ফলে সূচকের ঋণাত্মক প্রবণতায় লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি কমেছে অপর দু’টি মূল্য সূচক। এরমধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ পয়েন্টে।

এছাড়া ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭৬ কোটি ৪৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯৭৮ কোটি ৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১০১ কোটি ৬১ লাখ টাকা। বাজারটিতে লেনদেন হওয়া ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের শেয়ার। এদিন কোম্পানির ৮৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকা বাংলা ফাইন্যান্সের ৪৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ২৬ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিবিএস কেবলস।

Advertisement

লেনদেনে এরপর রয়েছে- ফরচুন সুজ, এসিআই, বিডিকম, ইউনাইটেড ফাইন্যান্স, কেয়া কসমেটিক, গোল্ডেন হার্ভেস্ট এবং আল-আরাফা ইসলামী ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৯১ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৭ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৯১টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

এমএএস/এসআর/আরআইপি