খেলাধুলা

পাঁচ ম্যাচ নিষিদ্ধই থাকছেন রোনালদো

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর আশা নিয়েই দেশটির ক্রীড়া আদালতের দারস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এখান থেকেও হতাশ হয়ে ফিরতে হয়েছে দলটির। রোনালদোর নিষেধাজ্ঞার বিপক্ষে করা আপিলটি দেশটির ক্রীড়া আদালত খারিজ করে দিয়েছে।

Advertisement

স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। তবে মাঠ ছাড়ার আগে রেফারিকে ধাক্কা দেন। বিষয়টি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিবেচনায় ‘নিপীড়ন’ হিসেবে বিবেচিত হয়েছে। ক্যারিয়ারের ১০ম লাল কার্ড পাবার কারণে এমনিতেই পর্তুগীজ অধিনায়ক এক ম্যাচ নিষিদ্ধ হতেন। কিন্তু রেফারিকে ধাক্কা দেওয়ার অপরাধে তাকে আরো চার ম্যাচ নিষিদ্ধ করা হয়।

এদিকে নিষেধাজ্ঞার কারণে বার্সেলোনা ও দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামা হয়নি রোনালদোর। ভালেন্সিয়া, লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলা হবে না চারবারের বর্ষসেরা ফুটবলারের। আগামী ২০ সেপ্টেম্বর রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে প্রথমবারের মতো লা লিগায় খেলবেন রোনালদো।

এমআর/পিআর

Advertisement