খেলাধুলা

বার্সা-জুভদের সম্ভাব্য একাদশ

বার্লিনে শনিবার রাতে মুখোমুখি হচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ও স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। উভয় দলেরই রয়েছে ‘ট্রেবল’ জেতার হাতছানি। কিন্তু শেষ পর্যন্ত জিতবে কে? কার হাতে ওঠছে চ্যাম্পিয়নস ট্রফি -এ প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে শনিবার রাত পর্যন্ত। তবে এর আগে আরো একটি বিষয় রয়েছে, তা হলো ওই দিন কে কে থাকছেন মূল একাদশে। সাম্প্রতিক সংবাদ ও পূর্বাভাস থেকে জাগো নিউজ পাঠকদের জন্য দেয়া হল সম্ভাব্য একাদশ।বার্সেলোনাবার্সেলোনার একাদশে সামান্য সন্দেহ আছে ইনিয়েস্তাকে নিয়ে। কোপা ডেল রের ফাইনালে পায়ের পেশীর ইনজুরিতে পরেছিলেন এই মিডফিল্ডার। বর্তমানে সে দলের সাথে অনুশীলন করছে। যদি শেষ পর্যন্ত না খেলেন কাতালানদের হয়ে শেষ ম্যাচে প্রথম একাদশে নামবেন জাভি। তবে তরুণ রাফিনহার উপরেও আস্থা রাখতে পারেন কোচ এনরিকে। হামস্ট্রিংয়ের ইনজুরি কাঁটিয়ে দলের হয়ে কোপা ডেল রের ফাইনাল খেলেছেন সুয়ারেস। তাই নিঃসন্দেহে এই ম্যাচেও মেসি নেইমারের সাথে থাকছেন তিনি। সেন্টার-ব্যাকে আবার ফিরে যাবেন আর্জেন্টাইন মাসচেরানো। তবে ফরাসি জেরেমি মেথ্যু পরিবর্তিত খেলোয়াড় হিসাবে নামলে ফিরে পাবেন মাঝমাঠের স্থান।সম্ভাব্য একাদশ : টার স্ট্যাগান, অলবা, মাসচেরানো, পিকে, আলভেজ, বুসকেটস, ইনিয়েস্তা, রকিটিচ, নেইমার, মেসি, সুয়ারেস। জুভেন্টাসজর্জিও কিয়েল্লিনির ইনজুরির কারণে প্রথম একাদশ নিয়ে কিছুটা ভাবতে হচ্ছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে। তার পরিবর্তে সুযোগ পাওয়া বর্ষীয়ান আন্দ্রেয়া বার্জাগলি খেলতে পারেন মূল একাদশে। যদি তাকে খেলানো হয় তবে সুযোগ পেতে পারেন এঞ্জেলো ওগবন্না।অন্যদিকে আক্রমণে তেভেজের সাথে মোরাতাই প্রথম পছন্দ। এই মৌসুমে দুজনই প্রমান করেছেন নিজেদের। তবে সামান্য সন্দেহ আছে মাঝমাঠে। পল পগবার পুরনো ইনজুরি দুশ্চিন্তার ছাপ ফেলেছে কোচের মুখে। তবে বেশ কিছু দিনের বিশ্রামে ফিটনেস ফিরে পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শেষ মুহূর্তে তাকে দলে না পেলে মূল একাদশে আসতে পারেন রবার্তো পেরেইরা অথবা স্তেফানো স্তুরারো।সম্ভাব্য একাদশ : জিজি বুফফন, এভরা, বানুচ্চি, বার্জাগলি, লিচস্তেইনার, পগবা, পিরলো, মারচিসিও, ভিদাল, তেভেজ, মোরাতা।আরটি/আরএস/পিআর

Advertisement