রাজনীতি

প্রস্তাবিত বাজেট সম্মুখযাত্রার : ওয়ার্কার্স পার্টি

আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত প্রস্তাবিত বাজেটকে ‘সম্মুখযাত্রার বাজেট’ বলে অভিহিত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এ কথা বলেন।অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়ায় নেতৃদ্বয় বলেন, যেহেতু এটি ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম বাজেট, সেহেতু এটি আগামী ৫ বছরের অর্থনৈতিক ও জাতীয় উন্নয়ন পরিকল্পনার দিকনির্দেশ করবে। তাই কেবলমাত্র এক বছরের নয়, বরং দীর্ঘমেয়াদী সম্মুখযাত্রার ভিত্তি হিসেবে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু বিষয়ের পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।তারা আরো বলেন, বিদ্যমান অনুকূল জাতীয় অর্থনৈতিক পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটের অর্থ সংস্থানের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব নয়, তবে সর্বক্ষেত্রে করারোপ ও করের পরিধি বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করে জনজীবনে আরেকটু স্বস্তি আনার উদ্যোগ নেয়াটাও জরুরি।বিবৃতিতে নেতৃবৃন্দ শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বাজেট কমানো হতাশাজনক বলে উল্লেখ করে অবিলম্বে এসব খাতে বাজেট বৃদ্ধির দাবি জানান।আরএস/পিআর

Advertisement