রাজনীতি

বাজেট বাস্তবায়নে সরকার সক্ষম : পরিকল্পনামন্ত্রী

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী হলেও তা বাস্তবায়ন যোগ্য বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে  সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ সরকারের মন্ত্রী-সচিব, বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মোস্তফা কামাল, বিভিন্ন প্রতিকুলতার মধ্যেও গত ৬ বছর ধরে প্রবৃদ্ধি ৬ শতাংশে রয়েছে। গত ৬ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) সাড়ে ২১ হাজার থেকে ৭৭ হাজার ৮শ কোটি টাকায় উন্নতি হয়েছে। এছাড়া গত বাজেট বাস্তবায়ন প্রায় ৯৫ শতাংশ পূরণ হয়েছে। আমরা অর্থনীতির সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। তাই প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সক্ষম সরকার।উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন।এসআই/একে/পিআর

Advertisement