পাকিস্তানের কিশোরী মানবাধিকার কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা উইসুফজাইয়ের ওপর হামলাকারী তালেবান জঙ্গিদের ১০ জনের মধ্যে আটজনই করাগার থেকে `পালিয়ে গেছেন` বলে অভিযোগ উঠেছে। গত এপ্রিলে এদের সবাইকে ২৫ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত। তবে কিছু সূত্র বিবিসিকে জানিয়েছে, প্রকৃতপক্ষে মাত্র দুজনকে কারাদণ্ড দেয়া হয়েছিল। সাজাপ্রাপ্তরা হলেন বিলাল, শওকত, সালমান, জাফর ইকবাল, নাসরুল্লাহ, জাফর আলি, ইরফান, ইজহার, আদনান এবং ইকরাম।মালালার ওপর হামলাকারীদের বিচার প্রক্রিয়া নিয়ে নানা সন্দেহ ছিল আগে থেকেই। গোপনে চালানো হয় ওই বিচার। তবে শুক্রবার লন্ডনস্থ পাকিস্তান হাইকমিশনের মুখপাত্র মুনির আহমেদ বলেন, তথ্যপ্রমাণের অভাবে আটক আটজনকে মুক্তি দেয়া হয়েছে।উল্লেখ্য, নারী ও শিশু শিক্ষার পক্ষে কথা বলায় ২০১২ সালের অক্টোবরে স্কুলবাসে বাড়ি ফেরার সময় হত্যার উদ্দেশ্যে মালালার মাথায় গুলি চালায় তালেবান জঙ্গিরা। ২০১৪ সালের সেপ্টেম্বরে হামলার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করে পাকিস্তানের সেনাবাহিনী। এরপর তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বিচার শুরু করা হয়।বিএ/পিআর
Advertisement