জাতীয়

হাট ইজারায় আয়ের ১ শতাংশ সাংস্কৃতিক কাজে ব্যয়ের সুপারিশ

স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা গ্রামের হাটবাজারের বার্ষিক ইজারা হতে সংগৃহীত আয়ের ১ শতাংশ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যবহারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, পংকজ নাথ ও পিনু খান বৈঠকে অংশ নেন।

Advertisement

এই সুপারিশের যৌক্তিকতা স্থানীয় সরকার বিভাগের নিকট তুলে ধরার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া প্রতিবছর সব জেলা পাবলিক লাইব্রেরিতে পাঠক আকৃষ্ট করার লক্ষ্যে জাতীয় দিবসগুলো উদযাপনের পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ মাসব্যাপী চিত্র প্রদর্শনী আয়োজনের সুপারিশ করেছে কমিটি।

বৈঠকের শুরুতে ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানানো হয়। এ ধরনের প্রতিহিংসামূলক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল মানুষকে গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Advertisement

বৈঠকে নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ, তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এইচএস/জেডএ/এমএস