অর্থপাচার মামলায় আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ, তার ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত আবেদনের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
Advertisement
পরে আসামি পক্ষের আইনজীবী এ এম আমিনুদ্দিন জানিয়েছেন আপন জুয়েলার্সের মালিক তিন ভাইকে ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত।
এর আগে এক আদেশে আপন জুয়েলার্সের জব্দ করা স্বর্ণ ও হীরা কেন ফেরত দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে শুল্ক গোয়েন্দা বিভাগের তলবি নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চান আদালত।
এ বিষয়ে করা পৃথক পাঁচটি রিটের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
Advertisement
আগামী দুই সপ্তাহের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এফএইচ/এসএইচএস/আইআই