অর্থনীতি

দারাজে পাওয়া যাবে প্রাণ-এর চার শতাধিক পণ্য

দেশের অন্যতম বৃহৎ খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ-এর ফ্রুট ড্রিংক, বেকারি, কার্বনেটেড বেভারেজ, মসলা, কনফেকশনারি, বিস্কুট, চিপস এবং ডেইরিসহ বিভিন্ন পণ্য এখন অনলাইন মার্কেটপ্লেস দারাজ (daraz.com.bd) থেকে ক্রয় করা যাবে।

Advertisement

সম্প্রতি রাজধানীর বনানীস্থ দারাজের হেড অফিসে প্রাণ ফুডস লিমিটেড ও দারাজ বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক ও প্রাণ ফুডসের ডেপুটি জেনারেল ম্যানেজার মামুন উর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

মামুন উর রশিদ বলেন, এ চুক্তির ফলে আমাদের (প্রাণ-এর) ৪০০টিরও বেশি পণ্য এখন ক্রেতারা সহজেই অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন।

সৈয়দ মোস্তাহিদল হক বলেন, প্রাণ বাংলাদেশের সর্ববৃহৎ খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এবং দারাজ বাংলাদেশ হলো দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম। এ দুই প্রতিষ্ঠানের চুক্তিতে এবার ক্রেতাদের সন্তুষ্টি আরও বাড়বে আশা করি।

Advertisement

দারাজ বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের প্রধান ইহতেশাম হোসেন ইরাম, পিআর ও কমিউনিকেশনস ম্যানেজার সায়ন্তনী তৃষা এবং ভেনডর ম্যানেজার রাশেদ মাহমুদ, প্রাণ ফুডস লিমিটেডের ম্যানেজার তারিকুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সঞ্জীব চক্রবর্তী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএস/পিআর/জেআইএম