ধর্ম

ঈদুল আজহার মাসায়িল সম্পর্কিত বই ‘কোরবানির তোহফা’

কুরবানির ঈদের গুরুত্ব, তাৎপর্য, শিক্ষা ও বিধিবিধান কি? কীভাবে উদযাপন করা হবে ঈদুল আজহা ও কুরবানি? তা অনেকেরই অজানা। কুরবানি ও ঈদুল আজহা সম্পর্কিত মাসআলা-মাসায়িল সমৃদ্ধ বই ‘কোরবানির তোহফা।’

Advertisement

মাকতাবাতুল ইসলাহ থেকে প্রকাশিত ছোট্ট বই ‘কোরবানির তোহফা’ থেকেই জানা যাবে ঈদুল আজহা ও কুরবানির জরুরি মাসআলা ও মাসায়িল।বইটি লিখেছেন দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চতর ইসলামি গবেষণাকেন্দ্র গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম (গওহরডাঙ্গা মাদরাসা)-র ফতোয়া বিভাগের শিক্ষক ও তরুণ লেখক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ।

বইটির প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ। ৩২ পৃষ্ঠার বইটি পেতে যোগাযোগ করুন- ০১৬৩৪ ৭৮৬ ৭৮৬, ০১৬২০ ১৫২ ২০০।

এমএমএস/জেআইএম

Advertisement