জাতীয়

সৌদি পৌঁছেছেন ৯৩ হাজার ২৬ হজযাত্রী

 

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গতকাল সোমবার পর্যন্ত মোট ৯৩ হাজার ২৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন সরকারি এবং ৮৯ হাজার ৬৫৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন।

Advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৪১টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৪০টিসহ মোট ২৮১টি হজ ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন। বর্তমানে তারা মক্কা ও মদিনায় অবস্থান করছেন। মক্কা থেকে প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে হজ প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়াসহ হজ প্রশাসনিক দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মদিনার হজ ব্যবস্থাপনা সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য সোমবার মক্কা হতে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছেন ।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

Advertisement

এমইউ/জেএইচ/জেআইএম