বিনোদন

চলচ্চিত্র অভিভাবক শূন্য হয়ে গেল : মিশা

রাজ্জাক সাহেব মারা যাওয়ায় চলচ্চিত্র অভিভাবক শূন্য হয়ে গেল। তার শূন্যতা কোনোদিন পূরণ হবে না।

Advertisement

সোমবার রাত সাড়ে ১০টায় রাজ্জাকের গুলশানের বাসায় তার মৃত্যুতে ছলছল চোখে এমনটা বলছিলেন খল অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

তিনি বলেন, আমার অভিনয় ক্যারিয়ারে দেখেছি রাজ্জাক সাহেব ছিলেন বট বৃক্ষের মত। সব সময় তিনি চলচ্চিত্রের পাশে ছিলেন। এই ইন্ডাস্ট্রি তার অবদান কোনো দিন ভুলবে।

চলচ্চিত্রের পরিবারের পক্ষ থেকে মিশা রাজ্জাকের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক জানান।

Advertisement

আজ (সোমবার) ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিকেলে রাজ্জাকের শারীরিক অবস্থা খারাপ হয়। এরপর তাকে ইউনাইটেড হসপিটালে আনা হলে চিকিৎসক ডা. মোমেনুজ্জামান জানান- রাজ্জাকের পালস ও প্রেসার পাওয়া যাচ্ছিল না। তারপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে রাজ্জাকের মরদেহ ইউনাইটেড হসপিটালের হিমঘরে রাখা হয়েছে।

এনই/বিএ

Advertisement