খেলাধুলা

বাজলো এশিয়া কাপ হকির ঘণ্টা

গত মাস খানেক ধরে হকি কর্মকর্তারা ব্যস্ত ছিলেন নির্বাচনের লবিং-গ্রুপিং নিয়ে। ৩২ বছর পর আবার এশিয়ান হকির সবচেয়ে বড় ও মর্যাদার টুর্নামেন্ট হচ্ছে ঢাকায়। তার চেয়ে যেন চেয়ারের গুরুত্বটাই বেশি কর্মকর্তাদের কাছে। হঠাৎ নির্বাচন স্থগিত হওয়ায় চেয়ারে বসা মানুষগুলোর বুকে আরো কিছুদিন ফেডারেশনে থাকতে পারার স্বস্তি। এরই মধ্যে বেশ জোরে-শোরে বইতে শুরু করেছে এশিয়া কাপ হকির বাতাস।

Advertisement

সোমবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এশিয়ান হকি ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন এবং পৃষ্ঠপোষক হিরো মটোকর্পের যৌথ সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে মূলতঃ বাজলো দশম পুরুষ এশিয়া কাপ হকির ঘণ্টা। ১১ অক্টোবর মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে পর্দা উঠবে ৮ জাতির এ টুর্নামেন্টের। ‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও জাপান এবং ‘বি’ গ্রুপের দলগুলো- মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ওমান।

এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো তৈয়ব ইকরাম, বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল আবু ইশরার এবং হিরো মটোকর্পের প্রতিনিধি জে. নারায়ন টুর্নামেন্টের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার ও সাধারণ সম্পাদক আবদুস সাদেক।

দাতো তৈয়ব ইকরাম বাংলাদেশ হকির উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়ে বলেছেন, ‘আমরা বাংলাদেশকে হাই পারফরম্যান্স কর্মসূচিতে সহযোগিতা করব। যুব উন্নয়ন কর্মসূচি রয়েছে আমাদের। এশিয়ান হকি ফেডারেশন বাংলাদেশকে ক্রীড়া সামগ্রী দেবে। এরই মধ্যে এই বছরের জন্য পেয়েও গেছে। স্কুল হকির উন্নতির জন্যও সহযোগিতা দেয়া হবে। আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে কোচ ও আম্পয়ারদের কোচিং কোর্স করানো হবে।’

Advertisement

এশিয়া কাপ প্রসঙ্গে এশিয়ান হকি ফেডারেশনের শীর্ষস্থানীয় এ কর্মকর্তা বলেন, ‘যে কোনো ভালো কিছু করতে হলে যৌথ সহযোগিতা প্রয়োজন। এটাও তেমন একটি ব্যাপার। টুর্নামেন্ট সফল হলে বেশি লাভবান হবেন খেলোয়াড়রা। আশা করি বাংলাদেশ এখানে ভালো রেজাল্ট করবে। যেভাবে প্রস্তুতি চলছে সেটা খুব ভালো। আমরা খুব খুশি সব প্রস্তুতি দেখে।’

এশিয়া কাপ হকির মাধ্যমে মওলনা ভাসানি হকি স্টেডিয়ামের জন্য আন্তর্জাতিক দরজাও খুলে যাবে বলে আশ্বাস দিয়েছেন দাতো তৈয়ব ইকরাম ‘স্টেডিয়ামে ফ্লাড লাইট বসছে। আশা করছি ১০ সেপ্টেম্বর পরীক্ষামূলক আলো জ্বলবে। এশিয়া কাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার হবে। আমাদের পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু দেখিয়ে ভারত-পাকিস্তান হকি টুর্নামেন্ট করার। এশিয়ান হকি ফেডারেশনের আরও নতুন নতুন টুর্নামেন্ট যাতে ঢাকায় আয়োজন করতে পারে, সে চেষ্টাও থাকবে আমাদের।’

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল আবু ইশরার বলেন, ‘আমরা অত্যন্ত খুশি যে, দীর্ঘ ৩২ বছর পর আবার এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছি। এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে যৌথভাবে এ টুর্নামেন্টে ভালোভাবে আয়োজন করতে পারবো। টুর্নামেন্ট সামনে রেখে আমরা স্টেডিয়াম ফ্লাডলাইট স্থাপনসহ আরো অনেক কাজ করছি। আমরা আশা করছি, টুর্নামেন্টের ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন।’

এশিয়া কাপে ‘এ’ গ্রুপের ফিকশ্চার১১ অক্টোবর : ভারত-জাপান (৩ টা)১১ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান (৫.৩০ মি.)১৩ অক্টোবর : জাপান-পাকিস্তান (৩ টা)১৩ অক্টোবর : বাংলাদেশ-ভারত (৫.৩০ মি.)১৫ অক্টোবর : বাংলাদেশ-জাপান (৩টা)১৫ অক্টোবর : ভারত-পাকিস্তান (৫.৩০মি.)

Advertisement

আরআই/আইএইচএস/আরআইপি