জাতীয়

বাংলাদেশ সফর নিয়ে টুইটারে মোদির উচ্ছ্বাস

নিজের প্রথম বাংলাদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাসের প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ঢাকায় আসার দুদিন আগে বৃহস্পতিবার টুইটারে তিনি লিখেন, আমি দৃঢ় আশাবাদী যে আমার বাংলাদেশ সফর আমাদের বন্ধন আরও মজবুত করবে এবং তাতে দুই দেশের জনগণই উপকৃত হবে।সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী ফেইসবুকেও নিজের ঢাকা সফরের বিস্তারিত তুলে ধরেছেন। শনিবার সকালে ঢাকায় আসছেন মোদী। ঢাকায় নামার পর বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন মোদী। সেখান থেকে তিনি যাবেন বঙ্গবন্ধু জাদুঘরে।সেদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে। ওই বৈঠকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন।পরদিন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ছাড়াও বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমম্মেলন কেন্দ্রে বক্তৃতা দেবেন মোদী। এরপর সন্ধ্যায়ই তিনি ঢাকা ছাড়বেন।  এএইচ/এমএস

Advertisement