খেলাধুলা

শেষ সময়ের গোলে চেলসির জয়

দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। মার্কোস আলনসোর জোড়া গোল টটেনহ্যাম হটস্পারকে ২-১ ব্যবধানে হারিয়েছে আন্তোনিও কোন্তের শিষ্যরা।

Advertisement

ওয়েম্বলিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের সহজ সুযোগ পায় চেলসি তারকা মোরাতা। গোল করার মতো জায়গায় থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি স্প্যানিশ এই স্ট্রাইকার। ম্যাচের ২৪ মিনিটে বাঁ পায়ের ফ্রি-কিকে চেলসিকে লিড এনে দেন আলনসো। ম্যাচের ৪২ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় টটেনহ্যাম। তবে হ্যারি কেইনের শট পোস্টে লাগলে হতাশ হয় সমর্থকরা।

বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম। ম্যাচের ৮২ মিনিটে আত্মঘাতী গোলে ফিরে সমতায় ফেরে তারা। এরিকসেনের ফ্রি-কিক হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বাতশুয়াই। ম্যাচের ৮৮ মিনিটে পেদ্রোর কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে চেলসিকে আবার এগিয়ে নেন আলনসো। আর এ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লজরা।

এমআর/পিআর

Advertisement