খেলাধুলা

হুররে মিনি স্কুল হ্যান্ডবল শুরু হচ্ছে মঙ্গলবার

প্রাণ কনফেকশনারীর পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার পল্টন ময়দান সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে হুররে মিনি স্কুল বালক ও বালিকা হ্যান্ডবল টুর্নামেন্ট। মিনি স্কুল হ্যান্ডবলের সহযোগী পৃষ্ঠপোষক প্রাণ বাবল গাম। বালক বিভাগে ২২টি এবং বালিকা বিভাগে ১৭টি স্কুল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

Advertisement

রোববার বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ কনফেকশনারীর হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার মো: সাজ্জাদ হোসেন, সিনিয়র এসিস্টেন্ট ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুক, ফেডারেশনের সহসভাপতি মোঃ নুরুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক লাজুল করিম কস্তুরি।

হুররে মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজনের জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ কনফেকশনারী ১ লাখ ৩০ হাজার টাকা নগদ প্রদানের পাশাপাশি দলগুলোর জার্সি, ট্রফি, পানীয় সরবরাহ করবে। এ ছাড়া টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারহানা হক এবং ভাইস চেয়ারম্যান মাসুমা শামীম শীলা ২০ হাজার টাকা প্রদান করবেন ফেডারেশনকে। প্রাণ কনফেকশনারীর উদ্যোগে এবার চতুর্থ স্থান অর্জনকারী দলকেও পুরস্কার প্রদান করা হবে।

বালক বিভাগের দলগুলোগ্রীণ হেরাল্ড, গ্রীণ জেমস্, উদয়ন উচ্চ বিদ্যালয়, বি এ এফ শাহীন স্কুল, মতিঝিল সরকারী উচ্চ বিদ্যালয়, সানিডেইল, ফাউন্ডেশন স্কুল, হীড ইন্টারন্যাশনাল, সাউথ পয়েন্ট স্কুল, দি আগা খাঁন স্কুল, স্কলাস্টিকা (উওরা), স্কলাস্টিকা (ধানমন্ডি), স্কলাস্টিকা (মিরপুর), মডেল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ধানমন্ডি টিউটোরিয়াল, গ্রীণ ডেইল ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল, সেন্ট গ্রেগরীজ হাই স্কুল, সাউথ ব্রিজ স্কুল।

Advertisement

বালিকা বিভাগের দলগুলোগ্রীণ ডেইল ইন্টারন্যাশনাল স্কুল, আনোয়ার গার্লস্ কলেজ, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, স্কলাস্টিকা (উওরা), শহীদ পুলিশ স্মৃতি কলেজ, উদয়ন উচ্চ বিদ্যালয়, হীড ইন্টারন্যাশনাল, দি আগা খাঁন স্কুল, ধানমন্ডি টিউটোরিয়াল, স্কলাস্টিকা (মিরপুর), সাউথ পয়েন্ট স্কুল, মতিঝিল মডেল স্কুল, সানিডেল, গ্রীণ হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ ও ফাউন্ডেলন স্কুল।

আরআই/আইএইচএস/জেআইএম