দেশজুড়ে

মাল্টিমিডিয়া ক্লাসে দেশ সেরা পঞ্চগড়

পঞ্চগড়ে শতকরা ৯৩ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানকে আইসিটি সুবিধার আওতায় আনা হয়েছে। পাশাপাশি জেলায় ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল কনটেন্ট (পাঠ টীকা) তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু রয়েছে। এজন্য সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে `মাল্টিমিডিয়া ক্লাসরুম অ্যাওয়ার্ড  প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে মাল্টিমিডিয়া ক্লাসরুমের তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. খোলশেদ আলম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ মো. নাঈমুজ্জামান মুক্তা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামছুল আজম, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা শিক্ষা অফিসার জীবধন বর্মন বক্তৃতা করেন। এতে জেলার পাঁচ উপজেলা থেকে পাঁচজন সেরা মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনাকারী শিক্ষককে পুরস্কৃত করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সরকারি মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়।সফিকুল আলম/এমজেড/পিআর

Advertisement