দেশজুড়ে

খেটে খাওয়া মানুষের উন্নয়নে কাজ করতে হবে

তথ্যসচিব মরতুজা আহমদ বলেছেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা বিশ্বে স্বীকৃত। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে প্রশংসা অর্জন করেছে। এ বিষয়ে সবাইকে মিলেই কাজ করতে হবে।`তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার রয়েছে, উন্নত বাংলাদেশ গড়তে হলে শহরের সঙ্গে গ্রামকেও এগিয়ে নিতে হবে। খেটে খাওয়া দরিদ্র মানুষের উন্নয়ন কিভাবে ঘটানো যায় সে বিষয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর হাওরাঞ্চলের দুর্যোগ চিহিৃত করে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে।বৃহস্পতিবার সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত `দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন` শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।গণমাধ্যম কর্মীদের হাওর রক্ষা বাঁধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন,‘৪০ বছর আগে তাহিরপুরের আহম্মকখালি বাঁধ যেভাবে ছিল, এখনও সেভাবেই আছে এবং আগে যেভাবে মানুষ অকাল বন্যা ও পাহাড়ি ঢল বাঁধ রক্ষায় কাজ করতেন, এখনো সেভাবেই আতঙ্কে থাকতে হয় কৃষকদের’। তিনি আরো বলেন, ‘সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষি ও কৃষকদের উন্নয়নে ভূমিকা রাখার জন্য কমিউনিটি রেডিও চালু করার জন্য উন্নয়ন সংগঠন ভার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভার্ড কমিউনিটি রেডিও চালু করতে বিলম্ব করছে কেন ? এ সময় তিনি জেলা প্রশাসককে এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য বলেন।পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল কাইয়ুম, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

Advertisement