দেশজুড়ে

গোপালগঞ্জে দু`পক্ষের সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে দু`পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি মেম্বারসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কাঠি ইউনিয়নের খানারপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা জানায়, খানারপাড় গ্রামের বাকর শেখ ও শেরাল মোল্যার মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শনিবার সালিশ বৈঠকে স্থানীয় মাতব্বর ফজলুল হক মিন্টুর সঙ্গে কাঠি ইউনিয়নের সাবেক মেম্বার খায়রুল আলমের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে ফজলুল হক মিন্টুর লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে খায়রুল আলমের লোকজনের উপর হামলা চলায়। এতে মেম্বার খায়রুল আলমসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি এবং এক জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই এলাকার বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এসএম হুমায়ূন কবীর/এআরএ/আরআইপি

Advertisement