দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের জানমাল রক্ষায় আরো ৫০ হাজার পদ সৃষ্টি করে পুলিশ নিয়োগ দেয়া হবে। বৃহস্পতিবার বিকেলে ২০১৫-১৬ সালের বাজেট প্রস্তাব উত্থাপনের সময় একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। লিখিত বক্তব্যে তিনি বলেন, পুলিশে এ পর্যন্ত ৩১ হাজার পদ সৃষ্টি করে নিয়োগ দেয়া হয়েছে। এই বাহিনীকে শক্তিশালী করতে আরো ৫০ হাজার পদ সৃষ্টি করা হবে। সর্বস্তরের জনগণের নিরাপত্তায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, টুরিস্ট পুলিশ, সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়ন এবং জঙ্গি দমনে পুলিশের কাউন্টার টেররিজম ব্যুরো তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। এছাড়াও কেরানীগঞ্জে কারাগার, রাজশাহীতে কারা একাডেমি ও কারা প্রশিক্ষণ ইন্সটিটিউট নির্মাণের কার্যক্রম গ্রহণ করার কথাও বাজেট অধিবেশনে উল্লেখ করেন মুহিত। এআর/এসএইচএস/পিআর
Advertisement