সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা প্রদানের অংশ হিসেবে সারাদেশে প্রায় ৪৪ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্প নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ২০১৫-১৬ সালের বাজেট প্রস্তাব পেশ করার সময় এসব জানান অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা পর্যায়ে ৪৩ হাজার, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্যে শেরে বাংলা নগরে ৪৪৮ টি ফ্ল্যাট, সেগুন বাগিচা, মোহাম্মদপুরে ১০ তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট তৈরির প্রকল্প হাতে নেয়ার হয়েছে। মন্ত্রীদের জন্য আজিমপুর, মতিঝিল ও বেইলী রোডে আরো ২৮ টি অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে বলেও জানান তিনি। জনগণের আবাসন সুবিধার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্পের আওতায় ঢাকাসহ সারাদেশে প্রায় ৩৮ হাজার প্লট বরাদ্দ ও ৭০ হাজার ফ্ল্যাট নির্মাণের করার পরিকল্পনা করেছে সরকার। এছাড়াও গ্রামীণ দরিদ্র জনগণ ও গার্মেন্টস শ্রমিকদের জন্য গৃহ নির্মাণ ঋণ প্রদানের পরিকল্পনা করেছে সরকার।ঢাকার সৌন্দর্য বর্ধনে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের পর শুলশান-বনানী-বারিধারা এবং উত্তরা লেক উন্নয়ন প্রকল্প চালু করার কথা বলেছেন অর্থমন্ত্রী। এআর/এসএইচএস/পিআর
Advertisement