জাতীয়

দাম বাড়ছে আসবাবপত্রের

২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেটে আসবাবপত্রের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসবাবপত্রের ওপর নির্ধারিত সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুন মুহিত তার বাজেট বক্তৃতায় এ প্রস্তাব রাখেন।সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে সব ধরণের আসবাবপত্রের দাম বাড়বে। পূর্বে যারা ১ শত ১০ টাকায় একটি পণ্য ক্রয় করেছিলেন, এবার একই পণ্য ক্রয় করতে তাদের ১শত ২০ টাকা গুণতে হবে।আসবাবপত্রের দাম বাড়ানোর খবরটি গৃহিণীদের জন্য মোটেই সুখের নয়। বিশেষ করে যারা ঘর সাজাতে অভ্যস্ত তারা সরকারের এমন সিদ্ধান্তে ভ্রু কুঁচকাবেন। আবার যারা নতুন সংসার পাততে যাচ্ছেন তারাও আসবাবপত্রের দাম বাড়ানোর সিদ্ধান্তে হোঁচট খাবেন। সুতরাং ঘর সাজাতে অনেকেই কৃচ্ছতা অবলম্বনে বাধ্য হবেন।এএসএস/এসএইচএস/আরআইপি

Advertisement