সমাজ বিজ্ঞান বিভাগে বিতর্কিত শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে বৃহস্পতিবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। পরে ভারপ্রাপ্ত উপাচার্য সমাজ বিজ্ঞান বিভাগের ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।ক্যাম্পাস সূত্রে জানা যায়, শাবির সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুল গণির বিভাগীয় প্রধানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ জুন। এ অবস্থায় বিভাগের প্রভাষক পদে নিজের পছন্দমতো প্রার্থী নিয়োগ দিতে তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি চলা অবস্থায় সিলেকশন বোর্ডের বৈঠক আয়োজন করেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সিলেকশন বোর্ডের বৈঠক হওয়ার কথা ছিল। এ নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে শাবি শিক্ষক সমিতির পাশাপাশি বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকরাও দাবি তোলেন। কিন্তু, সংশ্লিষ্টদের দাবির প্রতি কর্ণপাত না করে সিলেকশন বোর্ডের সভা বহাল রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য।এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপাচার্য ভবনে তালা তাগিয়ে দেয় শাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। এ কারণে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এমদাদুল হকসহ সংশ্লিষ্টরা ক্যাম্পাসে ছুটে আসেন। এক পর্যায়ে ভিসি নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত প্রক্টর ড. এমদাদুল হক জাগো নিউজকে বলেন, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষা আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগ কর্মীরা প্রায় দেড় ঘন্টা ভারপ্রাপ্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন বলে জানান তিনি।ছামির মাহমুদ/এমজেড/পিআর
Advertisement