জাতীয়

দাম বাড়ছে না সস ও ফলের রসের

প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সস ও ফলের রস, জেলি ও জ্যামসহ অনুরূপ পণ্যে শুল্কহার অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে এসব খাদ্য পণ্যের দাম বাড়ছে না। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের অর্থবিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন। বাজেট প্রস্তাবে, রান্নার ফলে প্রাপ্ত জ্যাম, ফলের জেলি, মারমালেডস, ফল বা বাদামের পেস্ট, চিনি বা অন্যান্য মিষ্টি পদার্থ যুক্ত হউক বা না হউক এমন খাদ্যপণ্যের সম্পূরক শুল্কহার ২০ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ফলের রস, সবজির রস, সস অনুরূপ পণ্য, সরিষার গুড়া এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রেও শুল্কহার ২০ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে।এসআই/বিএ/পিআর

Advertisement