যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খান টিপু সুলতান আর নেই। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন) তিনি।
Advertisement
তার ছেলে হুমায়ুন সুলতান সাদাব বিষয়টি নিশ্চিত করেছেন।
তার জানাজা রোববার সকাল ১১টায় সংসদ ভবনে, যোহরের নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, বাদ আসর যশোর শহরে ও বাদ মাগরিব মনিরামপুরে, বাদ এশার নামাজেরপর খুলনার ডুমুরিয়ায় নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হবে।
টিপু সুলতান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত মঙ্গলবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার থেকে তাকে নিবিড় তত্ত্বাবধানে (সিসিইউ) রাখা হয়।
Advertisement
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, রাজনৈতিক সহকর্মী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
টিপু সুলতানের জন্ম ১৯৫০ সালের ১৩ ডিসেম্বর, নানা বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়ার জমিদার বাড়ি। যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট টিপু সুলতান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিলন রহমান/এআরএস
Advertisement