সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেটে মোবাইল ব্যবহারকারীরা পড়তে যাচ্ছেন মহাবিপাকে। নতুন অর্থ আইন কার্যকর হলে গ্রাহকরা ৫০ টাকা রিচার্জ করলে কথা বলতে পারবেন মাত্র ৪১.৫ টাকার। এর সঙ্গে এসএমএস, এমএমএস, ইন্টারনেট ব্রাউজিংয়ের ওপর ভ্যাটের পাশাপাশি তাদের থেকে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আদায় করা হবে।বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থ বছরের জন্য উত্থাপিত বাজেটে এমন প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মোবাইলে কথা বলার ওপর অতিরিক্ত করারোপ করতে চান তিনি।অর্থ বিল থেকে জানা গেছে, আগের ১৫ শতাংশ মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) পাশাপাশি ৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। অর্থ আইনের মাধ্যমে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে। সিমকার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা মোবাইলে কথোপকথন, এসএমএস, এমএমএস ও ইন্টারনেট ব্রাউজিং সেবা পেয়ে থাকেন।নতুন আইনটি কার্যকর হলে গ্রাহকরা ৫০ টাকা রিচার্জ করলে ৪১.৫ টাকার কথা বলতে পারবেন। এর সঙ্গে এসএমএস, এমএমএস, ইন্টারনেট ব্রাউজিংয়ের ওপর ভ্যাটের পাশাপাশি ৫ শতাংশ সম্পূরক শুল্ক আদায় করা হবে।এসএইচএস/আরআইপি
Advertisement