বিনোদন

নব্বই দশকের তৌকির-বিজরী!

তৌকির আহমেদ ও বিজরী বরকতউল্লাহ টিভি নাটকের জনপ্রিয় দুই মুখ। এর আগে তারা বহু দর্শকনন্দিত নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। এরই ধারাবাহিকতায় আবারও তারা অভিনয় করলেন একসঙ্গে। এই নাটকের নাম ‘এখন তুমি কেমন আছো’।

Advertisement

কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের উপন্যাস অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। যার চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা নিজেই। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এই নাটকের নির্মাণ কাজ শেষ হয়েছে। নির্মাতা বলেন, ‘হরিশংকর জলদাস উপন্যাস চমৎকার। আমি বরাবরই তার লেখার ভক্ত।’

তিনি বলেন, ‘এই নাটকে দুটি সময়কে উপস্থাপন করা হয়েছে। আজ থেকে নব্বই দশকের প্রেম ও আধুনিক সময়ের প্রেম। তাছাড়া লেখকের উপন্যাস অবলম্বনে এই প্রথম নাটক নির্মাণ করা হলো।’

নাটকটি নিয়ে তৌকির জাগো নিউজকে বলেন, ‘নাটকে গল্পের প্রতিটি বাঁকে বাঁকে প্রেম আর দ্বন্দ্ব বিদ্যমান। প্রেম, ভালোবাসা, দ্বন্দ্ব নিয়ে দুটো সময়কে উপস্থাপন করা হয়েছে এখানে। এখানে আমি তমোনাশ চরিত্রে অভিনয় করেছি, আমার বিপরীতে বহ্নি চরিত্রে বিজরি বরকতউল্লাহ।’

Advertisement

এতে আরও অভিনয় করেছেন নাঈম, মম, মাজনুন মিজান, মোহাম্মদ বারী, নীলা ইসরাফিল প্রমুখ। এখন ‘তুমি কেমন আছো’ নাটকটি আগামী ঈদে এনটিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা।

এনই/এলএ/আরআইপি