খেলাধুলা

দলে ফেরার খবর জাগো নিউজের কাছ থেকেই শুনলেন নাসির

ঘড়ির কাঁটায় বেলা তখন ২টা ২৫ মিনিট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দল ঘোষণার পর, তখনও শেরেবাংলার প্রেস কনফারেন্স হলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার কয়েক মিনিট আগেই জানা হয়ে গেছে, প্রথম টেস্টের দল। যেখানে সব গুঞ্জনকে সত্য প্রমাণ করে আবারও দলে ফিরে আসার তালিকায় থাকল অলরাউন্ডার নাসির হোসেনের নাম।

Advertisement

নির্বাচকরা যখন তাকে দলে ফেরানোর ঘোষণা দিচ্ছিলেন, তখন বাসায় বিশ্রাম নিচ্ছিলেন নাসির। জাগো নিউজের কাছ থেকে ফোন পেতেই কিছু শোনার আগে নিজেই জিজ্ঞেস করলেন, ভাই দল কী ঘোষণা হয়েছে? উত্তর গেল, ‘হ্যাঁ হয়েছে। আপনিও তো আছেন ১৪ জনের দলে।’ নাসিরের ছোট্ট জবাব, ‘তাই!’

নাসির নিজে জানতে না পারেন, নির্বাচকরা দল ঘোষণার আগেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, তিনি দলে ফিরতে পারেন। কারণ, মাহমদুউল্লাহ এবং মুমিনুল দল থেকে বাদ পড়ছেন এ গুঞ্জন যখন ছড়িয়ে পড়ে, তখন নাসিরের দলে ফেরাটা যেন অনিবার্য হয়ে ওঠে। সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করেই দল ঘোষণা করলেন নির্বাচকরা। নাসিরকে রাখলেন ১৪ জনের দলে।

তবুও দলে ফেরার ব্যাপারে কী নাসির জানতেন না? তার কাছেই জানতে চাওয়া হলো, ‘কেন আপনি জানতেন না? জানানো হয়নি যে, আপনাকে দলে ফেরানো হচ্ছে?’ নাসিরের জবাব, ‘না ভাই কেউ আমাকে কিছু বলেনি। তবে বিশ্বাস ছিল, ১৪ জনের মধ্যে থাকতে পারি।’

Advertisement

বিশ্বাস জন্ম নেয়ার হেতুও জানান নাসির। তিনি বলেন, ‘গত এক বছরের বেশি সময় জাতীয় লিগ এবং প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্রিকেটে সাধ্যমত চেষ্টা করেছি ভালো খেলার এবং আমার বিশ্বাস সেই ভালো খেলাটাকেই মানদণ্ড ধরেছেন নির্বাচকরা। তাই তাদের বিবেচনায় এসেছি। আমার মূল্যায়ন হচ্ছে, ভালো খেলার পুরস্কারই হচ্ছে আবার দলে ফেরা।’

আইএইচএস/আরআইপি