জাতীয়

শিক্ষা খাতে ইইউ’র আর্থিক সহায়তা ১০.৫ মিলিয়ন ইউরো

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের উন্নয়নে ১০ দশমিক ৫ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ সহায়তা শিক্ষা খাতের বাজেটের আর্থিক সহায়তায় অন্তর্ভুক্ত হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।জানা গেছে, এর আগে বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষা খাতের উন্নয়নে মোট ৫১ মিলিয়ন ইউরোর সমপরিমাণ মুদ্রার আর্থিক সহায়তা ঘোষণা দেয় ইইউ। যার মধ্যে তৃতীয় কিস্তিতে বৃহস্পতিবার ১০ দশমিক ৫ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা ছাড় করা হল।বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম বড় একটি শিক্ষা ব্যবস্থা যেখানে ৩০ মিলিয়নের বেশি শিক্ষার্থী প্রাথমিক স্তর থেকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। এসএইচএস/আরআইপি

Advertisement