জাতীয়

সি-পাওয়ার সিম্পোজিয়ামে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নৌ প্রধান

যুক্তরাষ্ট্রের নেভাল ওয়্যার কলেজে অনুষ্ঠিতব্য ‘২১তম আন্তর্জাতিক সি-পাওয়ার সিম্পোজিয়াম’ এ অংশগ্রহণের উদ্দেশে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব ঢাকা ত্যাগ করেছেন। বুধবার তিনি যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।আগামী ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ সিম্পোজিয়ামে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের প্রায় ১১৩টি দেশের নৌপ্রধানসহ বিপুল সংখ্যক নৌবাহিনী এবং কোস্টগার্ড প্রতিনিধি, নৌ সমর বিশারদ ও নৌ পর্যবেক্ষক এতে অংশগ্রহণ করবেন। এবারের সিম্পোজিয়ামে মূল প্রতিপাদ্য হলো; ``গ্লোবাল সলিউশন্স টু কমন মেরিটাইম চ্যালেঞ্জেস``।এই সিম্পোজিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মেরিটাইম চ্যালেঞ্জ মোকাবিলার দিক নির্দেশনা প্রণয়ন করা। এ লক্ষ্যে বিশ্বের মেরিটাইম ফোর্সের নেতারা সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একান্ত অর্থনৈতিক সমুদ্র এলাকায় জরিপ কাজের সক্ষমতা বৃদ্ধিসহ আঞ্চলিক নিরাপত্তা কার্যক্রমে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকরী সমাধানের পথ খুঁজে বের করবেন।এছাড়া সিম্পোজিয়ামে তিনটি প্যানেলে সমুদ্র নিরাপত্তার ভবিষ্যত ধারা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জোটভিত্তিক অপারেশান্স কর্মকা- সম্প্রসারণ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।

Advertisement