জাতীয়

পদ্মা সেতু : নদীশাসনের কাজ পেল সিনোহাইড্রো

পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজে ঠিকাদার নিয়োগের দরপত্রে চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশনের দেওয়া প্রস্তাবটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠকে অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে সাংবাদিকেরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, দরপত্র অনুমোদন হয়েছে। তবে এর বেশি কিছু তিনি জানাননি।জানা যায়, পদ্মা সেতু প্রকল্পের নদীশাসনে সিনোহাইড্রো করপোরেশন আট হাজার ৭০০ কোটি টাকা দর প্রস্তাব করে সর্বনিম্ন দরদাতা হয়েছিল।সিনোহাইড্রো করপোরেশন ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পেরও বেশির ভাগ অংশের কাজ করছে। তবে প্রতিষ্ঠানটি ধীরগতির কারণে সময়মতো কাজ শেষ করতে পারেনি। উল্টো বাড়তি অর্থ দাবি করেছে সরকারের কাছে। এ ছাড়া পদ্মা সেতুর নদীশাসন কাজে দরপত্রে অংশ নেওয়া অন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোর বিরুদ্ধে অভিযোগ করেছিল যে, প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের একটি প্রকল্পের কাজের জন্য কালো তালিকাভুক্ত হয়েছিল।পদ্মা সেতুর প্রকল্পের মূল কাজ পেয়েছে চীনেরই আরেক প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি। এখন সিনোহাইড্রোর সঙ্গে সেতু বিভাগ চুক্তি করলেই প্রকল্পের দ্বিতীয় বৃহত্তম কাজটিও চীনা প্রতিষ্ঠান করবে।

Advertisement